13/01/2025

SkbTv Channel Bangla News

গোপালগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Spread the love

গোপালগঞ্জে পানিতে ডুবে  ফাতেমা (৫) ও তামান্না (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে এরা খালাতো বোন। আজ শনিবার দুপুরে (২৫ জুলাই) গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো সদর উপজেলার করপাড়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামের রুহুল আমীন খানের মেয়ে ফাতেমা ও চরমানিকদাহ গ্রামের তারা মিয়ার মেয়ে তামান্না।

জানা গেছে, চরমানিকদাহ গ্রামের তারা মিয়া পরিবারের সদস্যদের নিয়ে গতকাল শুক্রবার করপাড়া সরদারপাড়া গ্রামের রুহুল আমীন খানের মেয়ের বিয়ে উপলক্ষে ওই বাড়িতে যান। আজ শনিবার দুপুরে ফাতেমা ও তামান্না গোসল করতে বাড়ির পাশে পুকুরে যায়। কিন্তু, দীর্ঘ সময় অতিবাহিত হলেও ওই দুই শিশু ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

আগামীকাল রোববার ফাতেমার বড় বোনের বিয়ে হওয়ার কথা রয়েছে। কিন্তু, বিয়ে বাড়িতে আনন্দের বদলে এখন শোকের মাতম চলছে।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এএইচএম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About The Author


Spread the love