23/12/2024

SkbTv Channel Bangla News

স্কুলের মাঠ নাকি পুকুর

Spread the love

চারদিকে পানি আর পানি। দেখলে মনে হবে পুকুর। তবে এটি আসলে একটি স্কুল। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলার মাঠের চিত্র এটি। বছরের বেশির ভাগ সময়ই বিদ্যালয়ের এই খেলার মাঠটি জলে ভরে থাকে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। আর বর্ষা মৌসুম এলে তো কথাই নেই।মাঠের এ অবস্থার জন্য বন্ধ থাকে শিশু-কিশোরদের খেলাধুলা। নিয়মিত খেলতে না পারায় হতাশ প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও মহল্লার খেলোয়াড়রা। পানি মাড়িয়েই শিক্ষক এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হয়। শুধু এই স্কুল মাঠই নয় ওই ইউনিয়ন পরিষদ এলাকার সব কয়টি স্কুল মাঠেরই একই চিত্র।

About The Author


Spread the love