23/12/2024

SkbTv Channel Bangla News

পরিসংখ্যান ব্যুরোতে ৭১৫ জন নিয়োগ

Spread the love

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব খাতভুক্ত ২১ ধরনের পদে ৭১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব খাতভুক্ত ২১ ধরনের পদে ৭১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

যেসব পদে নিয়োগ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব খাতভুক্ত ২১ ধরনের পদে ৭১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

যেসব পদে নিয়োগ

১. সিনিয়র নকশাবিদ: ৮টি

২. পরিসংখ্যান সহকারী: ১৩১টি

৩. জুনিয়র পরিসংখ্যান সহকারী: ১৪২টি

৪. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ১টি

৫. নকশাবিদ: ১২টি

৬. ইনুমারেটর: ৫টি

৭. এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট: ২২টি

৮. হিসাবরক্ষক: ১৩টি

৯. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৯টি

১০. কম্পোজিটর: ৪টি

১১. জুনিয়র নকশাবিদ: ১৩টি

১২. ইলেকট্রিশিয়ান: ৩টি

১৩. ডুয়েল ডাটা অপারেটর: ১৪টি

১৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৫টি

১৫. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ২৬টি

১৬. গাড়িচালক: ৪টি

১৭. সহকারী স্টোর কিপার: ১টি

১৮. মেশিনম্যান: ১টি

১৯. প্রুফ ম্যান: ১টি

২০. চেইনম্যান: ২৩৪টি

২১. অফিস সহায়ক: ৫৬টি

আবেদনের নিয়ম: অনলাইনে http://bbs.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১৬ জুলাই সকাল ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

About The Author


Spread the love