শুক্রবার (১৪ আগস্ট) শান্তি চুক্তির নামে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
চুক্তির কারণ হিসেবে ইসরাইল-ফিলিস্তিন সমস্যার নিরসনের কথা বলা হলেও চুক্তির দিনও ফিলিস্তিনের উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
শুক্রবার গভীর রাতে গাজায় একাধিক বিমান হামলা চালায় ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় ৩ বছরের এক শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরাইলের সেনাবাহিনীর একজন মুখপাত্র দাবি, তারা হামাস এলাকাকে লক্ষ্য করে হামলা চালায়।
২০০৭ সাল থেকে গাজা উপত্যকাটি ইসরাইলের বিমান, স্থল ও সমুদ্র অবরোধের অধীনে। গাজা থেকে বহিঃবিশ্বের সাথে সাতটি সীমান্ত সংযোগ থাকলেও এর ছয়টি ইসরাইলের সাথে।
আর রাফাহ ক্রসিং মিসরের নিয়ন্ত্রণে। রাফা ক্রসিং ২০১৩ সালের সামরিক অভ্যুত্থানে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কঠোরভাবে সিল করে দিয়েছে ইসরাইলের ঘনিষ্ঠ বন্ধু মিশরের শাসক আব্দুল ফাত্তাহ আল সিসি। এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দি
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩