30/09/2024

SkbTv Channel Bangla News

প্রদীপ-লিয়াকত-নন্দদুলালসহ ৭ আসামির আরও ৪ দিনের রিমান্ড

Spread the love

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিতসহ সাত পুলিশ সদস্যের ৪ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। র‍্যাবের তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

আসামি পক্ষের আইনজীবী বলেন, আদালতে ওসি প্রদীপ ও লিয়াকতকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন। তদন্ত কর্মকর্তা বলেন, তাদের নির্যাতনের অভিযোগ মিথ্যা। তাদের রিমান্ডে নেয়ার আগে পরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এর আগে প্রথম দফায় প্রধান তিন আসামির সাত দিনের রিমান্ড শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। পরে তাদের তোলা হয় আদালতে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৭ জনের রিমান্ড শেষে রাখা হয়েছে কারাগারে। এছাড়া এপিবিএনের তিন সদস্যের রিমান্ড চলছে।

About The Author


Spread the love