23/12/2024

SkbTv Channel Bangla News

করোনায় মৃত ৫৪ জন সম্পর্কে যা জানানো হয়েছে

Spread the love

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৮২ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৫১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এদিকে, মৃত ৫৪ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩৯ জন পুরুষ ও ১৫ জন নারী। বয়স ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৮ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৪ জন ও ষাটোর্ধ্ব ২৯ জন মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

About The Author


Spread the love