রাজধানীর মালিবাগে সিরাজুল ইসলাম হাসপাতালে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এই অভিযান শুরু হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। চিকিৎসা সেবা বহির্ভূত নানা অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
সারওয়ার আলম জানান, নানা অনিয়মের পরিলক্ষিত হওয়ায় হাসপাতালটিকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে এখন পর্যন্ত রোগ পরীক্ষায় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও টেস্টিং কিট পাওয়া গেছে। এছাড়া লাইসেন্স ছাড়াই ব্লাড কালচার পরীক্ষা করতো হাসপাতালটি। এটি আংশিক কোভিড হাসপাতাল হওয়ায় করোনা শনাক্তের নমুনাও সংগ্রহ করতো তারা।
সারওয়ার আলম আরও জানান, মেয়াদ উত্তীর্ণ সামগ্রী ও মানহীন পরীক্ষার প্রমাণ পাওয়ায় হাসপাতালটিকে জরিমানা করা হয়েছে। সকল সমস্যা সংশোধনের জন্য ৭ দিন সময় দেয়া হয়েছে। এটি করা না হলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
More Stories
২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
মৃত্যু বেড়ে ১০৭ দেশে বন্যায়