মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলো চীনা ভিডিও অ্যাপস টিকটক।
সোমবার ৩৯ পৃষ্ঠার অভিযোগপত্রে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্যমন্ত্রী উইলবার রসকে অভিযুক্ত করা হয়। তাদের দাবি, উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ ছাড়াই প্রতিষ্ঠানের অধিকার ক্ষুন্ন করেছে মার্কিন প্রশাসন। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের সাথে সব লেনদেন বন্ধ হয়ে যাবে।
ট্রাম্প প্রশাসনের উদ্বেগ, সংস্থাটি মার্কিন ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের কাছে পাচার করছে। যুক্তরাষ্ট্রেই জনপ্রিয় ভিডিও অ্যাপসটির ব্যবহারকারী ৮ কোটি।
এর আগেই, টিকটক নিষিদ্ধ করেছে ভারত; অস্ট্রেলিয়াও ব্যবস্থা নেয়ার কথা ভাবছে।
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩