24/12/2024

SkbTv Channel Bangla News

রোহিঙ্গা ক্যাম্পে ফের থ্রিজি-ফোরজি সেবা চালু

Spread the love

অনৈতিক কর্মকাণ্ড ঘটানোর দায়ে বন্ধ করার প্রায় একবছর পর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আবারও থ্রিজি ও ফোরজি সেবা চালু হয়েছে।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সকাল ১১টা থেকে টেকনাফ ও উখিয়ায় থ্রিজি-ফোরজি সেবা চালু হয়েছে বলে জানান মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার চিফ করপোরেট অফিসার শাহেদ আলম।

তিনি বলেন, গত বছরের ১০ সেপ্টেম্বর টেকনাফ-উখিয়ায় থ্রিজি-ফোরজি নেটওয়ার্ক বন্ধে নির্দেশনা দিয়েছিলো বিটিআরসি। তখন থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ ছিল। ২৬ আগস্ট টেকনাফ এবং উখিয়ায় পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালু করতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেয় বিটিআরসি।

About The Author


Spread the love