25/12/2024

SkbTv Channel Bangla News

ঢাকেশ্বরী মন্দিরে সি আর দত্তের মরদেহ

Spread the love

মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার বীরউত্তম সি আর দত্তের মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হয়েছে। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার সকালে মরদেহ মন্দির চত্বরে আনা হয়, রাখা হবে দুপুর ১২টা পর্যন্ত।

এর আগে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সি আর দত্তের মরদেহ।

মঙ্গলবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে তার মরদেহ বনানীর ডিওএইচএসের বাসায় নেওয়া হয়। সেখানে বনানী সোসাইটির আয়োজনে শ্রদ্ধা জানানো হয়। পরে আনা হয় ঢাকেশ্বরী মন্দিরে। এখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেবে।

এরপরে রাজধানীর বাসাবো-সবুজবাগ এলাকার শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে নেয়া হবে শেষকৃত্যের জন্য। শেষকৃত্যের আগে সেনাবাহিনী সম্মান জানাবেন।

গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সি আর দত্ত। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

About The Author


Spread the love