সিসি টিভির ফুটেজ দেখে র্যাবের সোর্স কাশেম হত্যায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন, জাহাঙ্গীর হোসেন রাতুল, লেগুনা চালক রেজাউল, রুবেল ও রিক্সাচালক মাসুদ ।
দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর এক নারী মাদক ব্যবসায়ী ও তার ছেলে আটক হয়।
ওই নারীর সাথে অসম ও অসামাজিক সম্পর্ক ছিল রাতুলের। সে সন্দেহ করে, এর পেছনে র্যাবের সোর্স কাশেমের হাত আছে। এর পরেই তাকে হত্যার পরিকল্পনা করে সে। এরই অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সামনের সড়কে ধাওয়া করে কাশেমকে ধারালো চাকু দিয়ে উপর্যপুরি আঘাত করে রাতুলের সহযোগী মাসুদ। পথচারীরা সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কাশেমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের স্ত্রী হত্যা মামলা করেন।
More Stories
২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
মৃত্যু বেড়ে ১০৭ দেশে বন্যায়