24/12/2024

SkbTv Channel Bangla News

সৈকতে ঘুরে বেড়াচ্ছেন করোনা পজেটিভ মহিলা, যেভাবে পুলিশ ধরলো

Spread the love

করোনাভাইরাসের রিপোর্ট পজেটিভ এলে নিভৃতবাসে থাকবেন এটাই কাম্য। কিন্তু এক মহিলা করোনা আক্রান্ত হয়েও নিজেকে ঘরবন্দি করে রাখেননি।

বরং সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেই কারণে তাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তাকে যে ভাবে গ্রেফতার করেছে পুলিশ সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। খবর-আনন্দবাজার পত্রিকা।

স্পেনের সান সেবাস্তিয়ান শহরে রয়েছে লা জুরোইলা বিচ। সেখানেই মুখে মাস্ক ও বিকিনি পরে ঘুরছিলেন তিনি। তার থেকে অন্যদের মধ্যে সংক্রমণ না ছড়ায় সে জন্য পুলিশ আসে তাকে গ্রেফতার করতে। ভিডিওতে দেখা যায়, পিপিই কিট পরে এসেছেন পুলিশ অফিসাররা। তারপর ওই মহিলাকে গ্রেফতারের জন্য ছুটছেন। এভাবে কিছুক্ষণ চলার পর তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

About The Author


Spread the love