মিজান অবৈধ জুসের বানানোর কারণে RAB হাতে আটক ১৫/০৯/২০২০ খ্রিঃ তারিখে কুষ্টিয়া জেলা শহরের হরিশংকরপুর এলাকায় সায়েম ফুড এন্ড বেভারেজ নামক ভেজাল খাদ্যপণ্য তৈরির কারখানায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অবৈধ প্রক্রিয়ায় ক্ষতিকর রসায়নিক পদার্থ ব্যবহার করে জীবন ও স্বাস্থ্যহানিকর বিভিন্ন প্রকার জুস ও বেভারেজ জাতীয় পণ্য প্রস্তত ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ মিজানুর রহমান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ০১ (এক) লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান এঁর ভ্রাম্যমাণ আদালতে উক্ত শাস্তি প্রদান করা হয়। এ সময় বিপুল পরিমান ক্ষতিকর রসায়নিক পদার্থ ও নকল পণ্য ধ্বংস করা হয়৷
মোবাইল কোর্ট পরিচালনাকালে র্যাব, কুষ্টিয়া ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর, কুষ্টিয়া সহ আরও অনেকে সার্বিক সহয়তা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
More Stories
পথশিশুদের মাঝে খাবার বিতরন
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ২০২২
ভোট দিতে পারলেন না ২ শতাধিক নারী সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও