23/12/2024

SkbTv Channel Bangla News

কমেনি রাজধানীর পেঁয়াজের বাজারে অস্থিরতা

Spread the love

রাজধানীর পেঁয়াজের বাজারে অস্থিরতা কমেনি। খুচরা পর্যায়ে দেশি জাত বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজের কেজি ৬০ থেকে ৬৫ টাকা।

রাজধানীতে দেশি জাতের সরবরাহের ঘাটতি নেই। কারওয়ানবাজারে চালান আসছে, পাবনা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে। এছাড়া আমদানি করা পেঁয়াজের সরবরাহও যথেষ্ট। আবার অনেকের কাছে পুরোনো মজুতও আছে।

এখন দ্বিগুণের বেশি লাভ করছেন ব্যবসায়ীরা। তবে বাজারে আতঙ্কিত হয়ে বাড়তি পেয়াজ কেনার প্রবণতা কমেছে।

বিক্রেতার বলছেন, দাম এখন কিছুটা কমতির দিকে। তবে ক্রেতারা বলছেন, এখনও দ্বিগুন দামে বিক্রি হচ্ছে। যা তাদের নাগালের বাইরে।

About The Author


Spread the love