সীমান্ত হত্যা বন্ধ নিশ্চিতের বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার আশ্বাস দিয়েছেন বিএসএফ মহাপরিচালক রাকেশ আসথানা।
সকালে বিজিবি সদর দফতরে সীমান্ত সম্মেলন উপলক্ষে মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, মাদক-অবৈধ অস্ত্র এবং
মানবপাচার রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণে সম্মতি জানিয়েছে বিজিবি-বিএসএফ। একই সাথে বৈঠকে যৌথ টহলের ব্যাপারে সম্মত হয়েছে দু’দেশ।
এছাড়া সীমান্তে যে কোনো ঘটনায় মানবাধিকারের বিষয়টি প্রাধান্য দিতে যৌথ দলিলে সাক্ষর করেছে বাংলাদেশ-ভারত।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় বিজিবি-বিএসএফের ডিজি পর্যায়ের সম্মেলন শুরু হয়। সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে আজ এই সীমান্ত সম্মেলন শেষ হলো।
More Stories
২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
মৃত্যু বেড়ে ১০৭ দেশে বন্যায়