গত ১০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি দিয়ে জানান পুনম পান্ডে বিয়ে করেছেন।
এমনকি স্বামী স্যাম বম্বের সাথে হাত ভরা মেহেদি নিয়ে সাংবাদিকদের সামনে আসেন তিনি। এরই মধ্যে মাত্র ১২ দিনের মাথায় সেই স্বামীর বিরুদ্ধে হানিমুনে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ করেন পুনম পান্ডে। পুনমের অভিযোগের ভিত্তিতে স্বামী স্যামকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ।
গোয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেই দক্ষিণ গোয়ার থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ জানান পুনম পাণ্ডে। স্যাম বম্বে নাকি তাকে বেধড়ক মারধর করেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এমনকি খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন।
পুনমের লিখিত অভিযোগের ভিত্তিতেই তার স্বামীকে গ্রেফতার করে পুলিশ।
More Stories
বাংলাদেশে আসছে শাহরুখের ( পাঠান )
বন্যার্তদের পাশে আমির খান আসামে
অশ্লীল মেসেজ করতেন পিকে! ব্রাজিলিয়ান মডেলকে