জন্মজয়ন্তীর এই দিনে শুভ কামনা…
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ নিয়ে যার যাত্রা শুরু।
তিনি বাংলাদেশের মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। জীবিত বঙ্গবন্ধুকে ধারন করে মৃত বঙ্গবন্ধু স্বপ্ন একটি একটি করে বাস্তবায়ন করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি শেখ হাসিনা। তিনি নিজের জীবনের তুয়াক্কা না করে তার লক্ষে পৌছানোর জন্য একটুও পিছুপা হননি। তাইতো মাননীয় প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী। তার বলিষ্ট নেতৃত্বে দেশের গন্ডি পেরিয়ে আজ বিশ্ব নেতৃত্বের মাঝে নিজের আসন করে নিয়েছেন বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি রত্নগর্ভা মা। আবার তিনি গণতন্ত্রের মানস কন্যা। জন্মজয়ন্তীর এই দিনে আপনাকে জানাই অনেক অনেক শুভ কামনা।
viagra,levitra/free shipping viagra en portland no online quick delivery on viagra