24/12/2024

SkbTv Channel Bangla News

কুষ্টিয়ার মডেল থানার পৌর ১০,১১ ও ১২ নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন ।  পুলিশ জনতা জনতাই পুলিশ , মুজিববর্ষে অঙ্গীকার পুলিশ হবে ।

Spread the love

কুষ্টিয়ার মডেল থানার পৌর ১০,১১ ও ১২ নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন ।
পুলিশ জনতা জনতাই পুলিশ , মুজিববর্ষে অঙ্গীকার পুলিশ হবে জনতার।
জনতারকুষ্টিয়ার মডেল থানার উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বিকাল ৪টার সময় কুষ্টিয়ার মডেল থানার আয়োজনে শহরের পূর্ব মিলপাড়ায় শেখ আব্দুর রশিদ কমিউনিটি সেন্টারে বিট নং -৪ এর আওতায় পৌরসভার ১০,১১ ও ১২ নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয় । অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, তিনি তার বক্তব্যে বলেন বিট পুলিশিং বাড়িবাড়ি, অপরাধ দমন এবং পুলিশী সেবা বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগন দ্রুত যেন পুলিশি সেবা পায় এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই এটি চালু করা হয়েছে। এছারাও তিনি বলেন মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নারী নির্যাতন ও ইভটিজিং দমনে আমরা বদ্ধ পরিকর আপনারা আমাদের তথ্য দিয়ে জানান। এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে প্যানেল মেয়র মতিউর রহমান মজনু। বিশিষ্ট সমাজ সেবক ফজলে করিম খোকা। ১০নং ওয়ার্ড কমিশনার গোলাম মোস্তফা লাভলু। ১১নং ওয়ার্ড কমিশনার আনিছ কোরাইশী। ১২নং ওয়ার্ড কমিশনার মতিউর রহমান মজনু। মহিলা কমিশনার রিনা নাসরিন। কুষ্টিয়া শহর ছাত্রলীগের সুযোগ্য আহবায়ক হাসিব কোরাইশী। পৌরসভার ১০,১১ ও ১২ নং ওয়াডের মিলপাড়া ফাঁড়ির আই,সি সাহেব আলীকে দায়িত্ব দেওয়া হয়। সভাপতিত্ব করেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান খান ।

About The Author


Spread the love