23/12/2024

SkbTv Channel Bangla News

দ্বিতীয় প্রজন্মের টিকা ছাড়া স্বাভাবিক হবে না জীবনযাত্রা

Spread the love

করোনার দ্বিতীয় প্রজন্মের টিকা আসলে বিশ্বের জীবনযাত্রা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মার্কিন গণমাধ্যম এনবিসির সঙ্গে সাক্ষাৎকারে বিল গেটস বলেন, দ্বিতীয় প্রজন্মের টিকা যখন পর্যাপ্ত হারে পাওয়া যাবে, করোনা সংক্রান্ত সংকটগুলো কেটে যাবে। তবে প্রথম প্রজন্মের টিকা দিয়ে স্বাভাবিক অবস্থা ফিরবে না।

 

যদিও এর আগে বিল গেটস বলেছিলেন, করোনা টিকা কার্যকর হলে ধনী দেশগুলোর পরিস্থিতি ২০২১ সাল নাগাদ স্বাভাবিক হয়ে যেতে পারে। এর জন্য দ্রুতই টিকা প্রস্তুত হতে হবে এবং টিকা বিতরণও ঠিকঠাকভাবে হতে হবে।

গত মাসে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেছিলেন, ‘এই টিকা কত দিন সুরক্ষা দেবে তা নিয়ে শিগগিরই একটি ধারণা পাওয়া যাবে। তবে আমরা এখনো জানি না, টিকাগুলোর প্রয়োগের ফলে তৈরি হওয়া অ্যান্টিবডি বা টি-সেল কত দিন সুরক্ষা দেবে

About The Author


Spread the love