হে আল্লাহ এই নির্মমতার শেষ কোথায়
শরীয়তপুর জেলার, ডামুড্যা পৌরসভার কুলকুড়িতে খালে ভাসছে তরুনীর মুখ ও হাত-পা বাধা লাশ, মৃত তরুনীর নাম কাজল, পিতার মো: আলাউদ্দিন ছৈয়াল।
পারিবারিক সূত্রে যানা যায় যে, গতকাল 21-10-20 ইং তারিখ বুধবার, সন্ধা 7.00 টার সময় তরুনীটি তাদের পাশের বাড়িতে টিভি দেখতে যায় কিন্তু রাত 10.00 বেজে যাওয়ার পরেও ঘরে না ফিরলে তরুনীর বাবা তাকে খোঁজতে প্রতিবেশির বাড়িতে যান। প্রতিবেশি মহিলা যানান যে, কাজল অসছিলো তবে অল্প কিছুক্ষন পরেই চলে যায়।
সারা রাত সম্ভাব্য সব জায়গার খোঁজা-খুজি করে কোথাও পাওয়া যায়নি, আজ 22-10-2020 ইং বৃহস্পতিবার সকালে তরুনির লাশ পাওয়া যায় তাদের বাড়ির পাসের ছোট্ট খালে।
More Stories
চট্টগ্রামে রেলের টিকিট কেনার ক্ষেত্রে আজ থেকে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
দধি কিনতে গিয়ে লাশ হলেন বাবা
১ মাস হার্ট অ্যাটাক হওয়ার আগে জানায় শরীর, যেভাবে বুঝবেন