#র্যাব_৪ এর_অভিযানে_রাজধানীর_মিরপুর_শাহ্আলী_এলাকা_হতে_জাল_ভিসা_প্রতারক_চক্রের_মূল_হোতা_গ্রেফতার।
২১/১০/২০২০, রাত ০২.১০ ঘটিকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল জাল ভিসা প্রতারক চক্রের মাস্টার মাইন্ড সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক বিশ্বাস (৪৫), জেলাঃ রাজবাড়ী’কে শাহ আলী থানাধীন উত্তর বিছিলের কুসুমবাগ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, আসামি দীর্ঘদিন থেকে মিরপুরের বিছিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে Octopus 2010 (BD) ltd নামে অফিস খুলে দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষকে মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারত সহ বিভিন্ন দেশে চাকুরির প্রলোভন দেখিয়ে তাদেরকে জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছিলো এবং পরিশেষে সে এসব অভিযোগের সত্যতা স্বীকারও করেছে।
উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এরুপ অসাধু ও প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
More Stories
চট্টগ্রামে রেলের টিকিট কেনার ক্ষেত্রে আজ থেকে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী