30/09/2024

SkbTv Channel Bangla News

#তুরাগ_কামারপাড়া_এলাকায়_অনুমোদনহীন_ #কারখানায়_নকল_ইউনানী_ঔষধ_তৈরীর_অভিযোগে #মালিকসহ_৩_জনকে_কারদন্ড_দিয়েছে_র‌্যাবের #ভ্রাম্যমাণ_আদালত

Spread the love

 

ঢাকা জেলার তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় “ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরি” নামে নকল ইউনানি ঔষধ তৈরীর কারখানায় মানহীন এবং নোংরা পরিবেশে অননুমোদিতভাবে এবং ঔষধ প্রশাসনের লাইসেন্স ব্যতীত বিভিন্ন প্রকার ইউনানী ঔষধ উৎপাদন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয়ের অভিযোগে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এর নেতৃত্বে ২২ অক্টোবর, ২০২০ ইং তারিখ ১১.০০ ঘটিকা হতে ১৮.০০ ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে উক্ত প্রতিষ্ঠানের মালিক এস এম গোলাম সারোয়ার (৩৮)’কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং পর্যায়ক্রমিকভাবে কারখানার দুই ম্যানেজার অমিওময় নন্দি (৫২)’কে ৩ মাস ও আজিজুল হাকিম (৫০)’কে ১ মাসের কারাদন্ডসহ কারখানাটিকে সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত প্রতিষ্ঠান হতে বিভিন্ন প্রকার লাইসেন্সবিহীন অবৈধ ইউনানি ঔষধ জব্দ শেষে ধ্বংস করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।

About The Author


Spread the love