30/09/2024

SkbTv Channel Bangla News

বেশি দামে আলু বেচায় জরিমানা

Spread the love

আলুর পাইকারি দর কেজিপ্রতি ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছিল সরকার। অথচ সেই আলু বিক্রি হচ্ছিল ৪০-৪২ টাকা দরে। এই অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজারের সাতটি প্রতিষ্ঠানকে চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বেলা ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই অভিযান চলে। র‌্যাব-৩ ও কৃষি বিপণন অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স তানহা এন্টারপ্রাইজ, মায়ের দোয়া বাণিজ্যালয়, মুন্সিগঞ্জ বাণিজ্যালয়, মেসার্স আল্লার দান ভান্ডার, মেসার্স মানিক এন্টারপ্রাইজ, নিউ বিক্রমপুর বাণিজ্যালয় এবং মেসার্স নিউ শাহ আলম।

About The Author


Spread the love