01/10/2024

SkbTv Channel Bangla News

রাজধানীতে ওষুধ প্রশাসন অধিদফতরের অভিযান

Spread the love

রাজধানীর বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। প্রতিটিতেই অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে।

শনিবার সকালে উত্তরার আধুনিক মেডিকেলের পাশ্ববর্তী ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, কোনো ফার্মেসিতেই স্বীকৃত ফার্মাসিস্ট নেই। এসব দোকানে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ। লাইসেন্স না থাকায় সিলগালা করে দেয়া হয় ফার্মেসিগুলো।

মহাপরিচালক আরও জানান, ফার্মেসির লাইসেন্স বাতিলসহ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা ১০ বছরের কারাদণ্ড হতে পারে অপরাধীদের।

About The Author


Spread the love