24/12/2024

SkbTv Channel Bangla News

সৌমিত্রকে নিয়ে জয়া আহসানের আবেগঘন স্ট্যাটাস

Spread the love

কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। কলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউতে ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর স্থানীয় সময় রোববার দুপুরে তিনি মারা যান।

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণ করছেন চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা। কলকাতার সিনেমায় শক্ত ভিত গড়ে তোলা আলোচিত অভিনেত্রী জয়া আহসানও ফেসবুকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণ করছেন।

তিনি লিখেছেন, পর্দায় তিনি যখন অভিনয়ের গরিমা ঝেড়ে ফেলে চরিত্রের আচরণ ফুটিয়ে তুলেছিলেন, ভারতবর্ষের শিল্পভুবনে সেটা শুধু বিস্ময়কর একটা ঘটনাই ছিল না, ছিল এক নতুন যুগের শুরু। বিশ্ব–চলচ্চিত্রের অভিনয়ের প্রথম সারিতেই তার স্থান। কিন্তু অমন যে ইতিহাসের স্রষ্টা, অমন যে শিখরে ওঠা শিল্পী, মানুষ হিসেবে তিনি ছিলেন এক মহাসাগর। যে মহাসাগর অতলান্ত, কিন্তু শান্ত। তার মৃত্যু নেই!

About The Author


Spread the love