জনসম্মুখে কাঁচা মাছ খেলেন শ্রীলঙ্কার সাবেক মৎস্য বিষয়ক মন্ত্রী দিলিপ ওয়েদারাচি। করোনা মহামারিতে ধসে পড়া দেশটির মৎস্যখাতকে চাঙ্গা করতেই এ উদ্যোগ নিয়েছেন তিনি।
২২ অক্টোবর শ্রীলঙ্কার পাইকারি মাছ বাজারে প্রথমবার শনাক্ত হয় করোনাভাইরাস। এরপরই দেশজুড়ে ছড়িয়ে পড়ে সংক্রমণ। মাছ সংগ্রহ, বিক্রির ওপরই দ্বীপরাষ্ট্রটির অর্থনীতির অনেকাংশ নির্ভরশীল। কিন্তু মহামারি আতঙ্কে প্রায় বন্ধ এই খাতের কার্যক্রম। এমনকি ঋণ দায়গ্রস্ত হয়ে পড়ছেন জেলেরা।
দিলিপ ওয়েদারাচ্চি বলেন, মৎস্য শিল্পে থাকা আমাদের লোকজন তাদের মাছ বিক্রি করতে পারছে না। এ দেশের মানুষ মাছ খাচ্ছে না। এটা ঠিক না। তিনি বলেন, আমি আপনাদের দেখানোর জন্য এই মাছটি নিয়ে এসেছি। আমি এদেশের মানুষকে এ ধরনের মাছ খাওয়ার আহ্বান জানাচ্ছি। ভয় পাবেন না। আপনারা করোনায় সংক্রমিত হবেন না।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশটির মৎস বিষয়ক মন্ত্রী ছিলেন দিলিপ।
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩