পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে গোলাগুলিতে প্রাণ গেছে এক সেনা ও চার বিদ্রোহীর
। রোববার খাইবার পখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর অভিযানের সময়ে এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। ২০১৭ সাল থেকে অঞ্চলটিতে তৎপর বিচ্ছিন্নতাবাদীরা। পাকিস্তানী সেনাবাহিনী পার্বত্য এলাকাগুলোতে ধারাবাহিক অভিযানের মাধ্যমে বিদ্রোহী নির্মূলের দাবি করে আসছে। যদিও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা নিয়মিত।
খাইবার পখতুনখোয়া প্রদেশের অধিকাংশ অধিবাসী ইসলাম ধর্মের অনুসারী। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলিম, এছাড়াও শিয়া, ইসমাইলি এবং আহমাদিয়া মতবাদে বিশ্বাসী মুসলিম রয়েছেন। একইসাথে এখানে হিন্দু এবং শিখদের কিছু ছোট সম্প্রদায় বসবাস করে।
Thanks so much for the blog. Really thank you! Really Cool. Claire Brent Herzog