23/12/2024

SkbTv Channel Bangla News

পুলিশ সুপার,কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।

Spread the love

জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার কুষ্টিয়া
মহোদয়ের নির্দেশে জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ কায়েস মিয়া, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সংগীয় ফোর্সসহ কুষ্টিয়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, কুষ্টিয়া মডেল থানাধীন বাগডাঙ্গা মাঠপাড়া সাকিনস্থ কুষ্টিয়া টু আলমডাঙ্গা সড়কে অবস্থিত ষ্টীলব্রীজের পূর্ব পার্শ্বে একজন লোক মাদকদ্রব্য Tapentadol গ্রুপের ট্যাবলেট নিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই মোঃ কায়েস মিয়া সংগীয় অফিসার ফোর্সসহ ইং ১১/০৩/২০২১ খ্রিঃ তারিখ ১৩.৫৫ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছাইলে ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া কৌশলে পালানোর চেষ্টাকালে পুলিশ তাদের ধৃত করেন এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী রিপন হোসেন(৩০), পিং-আব্দুল গফুর খাঁন, সাং-বরুরিয়া, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী তার ডান হাতে থাকা একটি কমলা রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ২০০(দুইশত) পিচ মাদকদ্রব্য Tapentadol উদ্ধার করেন এবং বিধি মোতাবেক জব্দ তালিকা মুলে জব্দ করেন। এতদসংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন এবং পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।

About The Author


Spread the love