আজ রবিবার কুষ্টিয়াতে অনুষ্ঠিত হয়ে গেলো মন কবি মিউজিকের নতুন দশটি গানের ভিডিও চিত্রায়ণ। কুষ্টিয়াতে দশটি গানের মধ্যে আটটি গান বিভিন্ন স্পটে হয়, আর দুটি ভিডিও অনুষ্ঠিত হয় মন কবি মিউজিকের রুপকার ও গীতিকার এর স্মৃতি বিজড়িত প্রানের প্রতিষ্ঠান কুষ্টিয়া ইসলামী বিস্ববিদ্যালয়ে। মন কবি মিউজিকের রুপকার ও গীতিকার ইসলামী বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্র কবি ও লেখক জয়নুল আবেদীন, তিনি বর্তমানে কমান্ডিং অফিসার চার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এস,পি) বগুড়াতে কর্মরত আছেন। তিনি চারটি কাব্যগ্রন্থ ও গবেষণা গ্রন্থ একটি সহ দুই শতাধিক গান ইতিমধ্যে রচনা করেছেন। মন কবি মিউজকে শুর ও কন্ঠ দিচ্ছেন শিল্পি এস,আলী সোহেল। অর্বাচিন নামে শিল্পি সোহেলের মিউজিক ষ্টেশন রয়েছে যেখানে মন কবি গানের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্ছলর প্রফেসর ড. আব্দুস সালাম বলেন একজন পুলিশ সুপারের এই রকম ব্যাতিক্রম চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাই, তিনি আমাদেরই ছাত্র, সামনে তার কাজকে আরও গতিশীল করার জন্য শুভকামনা জানাই। এই ব্যাপারে মন কবি মিউজিকের রুপকার ও গীতিকার কবি ও লেখক জয়নুল আবেদীন বলেন তিনি তার পেশাগত দায়িত্বর পাশাপাশি সব সময় ব্যাতিক্রম কিছু করতে চান, তিনি বলেন তার লেখা গান দেশের প্রতিষ্ঠিত শিল্পি গাইতে চাইলেও তিনি চান তার গান নতুন শিল্পি গেয়ে উঠে আসুক এবং নতুনদের মাধ্যমে তার গান পরিচিতি পাক। জয়নুল আবেদীন ১৯৯৪ – ২০০২ পর্যন্ত ইসলামী বিস্ববিদ্যালে পড়ালেখার পরে ২৪তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে এ,এস,পি তে যোগদান করেন, তিনি পাঁচ বছর কুষ্টিয়াতে দুইবার অতিরিক্ত পুলিশ সুপার ও একবার সার্কেল এস,পির দায়িত্ব পালন করেছেন
More Stories
চট্টগ্রামে রেলের টিকিট কেনার ক্ষেত্রে আজ থেকে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, তিনজন আটক I
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী