ভোটের রাজনীতিতে এগিয়ে থাকতে ষড়যন্ত্রের অভিযোগ তুলে নিজেই কি আসলে ষড়যন্ত্র এঁটেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা খাওয়ার ঘটনায় তদন্ত করে নির্বাচন কমিশন যে প্রতিবেদন দাখিল করেছে, এতে বলা হচ্ছে, তৃণমূল নেতাকে কেউ ধাক্কা দেয়নি, বরং নিজ নেতাকর্মীদের হুড়াহুড়ির মুখে গাড়ির দরজায় পা চাপা পড়ে তিনি আহত হন। কমিশন বলছে, এটা নিছকই দুর্ঘটনা। কিন্তু মমতা ও তার দলের দাবি, প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আনন্দবাজার পত্রিকা।
পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্য পুলিশের পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ওই প্রতিবেদন তৈরি করেছেন। এতে বলা হয়, দুর্ঘটনার সময় মমতার নিরাপত্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ভিড়ের মধ্যে তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে গিয়ে আঘাত পান মুখ্যমন্ত্রী। তার পা গাড়ির দরজায় চাপা পড়ায় চোট পেয়েছেন।
এর আগে শুক্রবার নন্দীগ্রামে মমতা আহতের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গে রাজ্য সচিবালয় ও প্রধান প্রশাসনিক দপ্তর থেকে কমিশনকে রিপোর্ট পাঠানো হয়। তাতে গাড়ির দরজায় পা পড়ে মুখ্যমন্ত্রী আহতের তথ্য জানিয়েছেন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি।
অভিযোগ উড়িয়ে দেওয়ার আগে মেদিনীপুরের জেলা প্রশাসক বিভু গোয়েল একই তথ্য দেন বলে জানিয়েছে রাজ্য সচিবালয় সূত্র। এমনকি মমতার গাড়িতেও কেউ ধাক্কা দেয়নি বলে প্রতিবেদন ও নবান্নের পক্ষ থেকে জানানো হয়।
তবে রাজ্য সচিবালয়ের প্রতিবেদনে যথেষ্ট তথ্য নেই জানিয়ে সন্তুষ্ট হতে পারেনি নির্বাচন কমিশন। এ জন্য তারা নিজেদের দুই পর্যবেক্ষককে আলাদাভাবে তদন্তের নির্দেশ দেয়। দুই পর্যবেক্ষক বিবেক দুবে ও অজয় নায়েক শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে পৃথক প্রতিবেদন তৈরি করেন। সেখানে মমতার ওপর হামলা এবং কোনো ষড়যন্ত্র হয়নি বলে উল্লেখ করে। তবে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এর আগে শুক্রবার তৃণমূলের একটি প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে কমিশনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা দাবি করেছিলেন, নন্দীগ্রামের মমতার ওপর হামলার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন। পরে বিজেপির প্রতিনিধি দল পৃথকভাবে কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে চিকিৎসকদের পরামর্শ খানিকটা উপেক্ষা করেই সোমবার থেকে ফের নির্বাচনী প্রচারে নামতে যাচ্ছেন মমতা। সবকিছু ঠিকঠাক থাকলে ঝাড়গ্রাম জেলা থেকে তার সফর শুরু হবে। হুইলচেয়ারে বসেই প্রচারকাজ চালাবেন তিনি। বুধবার তিনি ইশতেহার প্রকাশ করবেন।
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩