একটি অসহায় শিশুর সামনে তার মা’কে নির্যাতন করছে, মানুষ রুপি এক জানোয়ার। ছবিটির দিকে তাকাতেই লজ্জা হচ্ছে, খুবই দুঃখ জনক ঘটনা। অসহায় শিশুর আর্তনাদ জ্বলন্ত আগুন লাগিয়ে দিলো গায়ে। ভাবতেই পারছি না, মানুষ এত কঠিন পশুর চেয়েও হিংস্র কেন হচ্ছে।।
আমার একটাই চাওয়া এই অত্যাচারীর দৃষ্টান্ত মূলক শাস্তি হোক! যাতে আর কোন অসহায় শিশুর মা’কে কোন অসহায় নারী’কে নির্যাতনের শিকার হতে না হয়।
উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি।
সাথে এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ভুক্তভোগী নারীর পরিচয়,,
নুর আয়েশা বেগম স্বামী আলী হোসেন পহরচাঁদা হাফালিয়া কাটা বরইতলী ইউনিয়ন।
More Stories
চট্টগ্রামে রেলের টিকিট কেনার ক্ষেত্রে আজ থেকে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী