24/12/2024

SkbTv Channel Bangla News

আজ রবিবার ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার করতে এসে মমতা ব্যানার্জির খেলা হবে।

Spread the love

আজ রবিবার ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার করতে এসে মমতা ব্যানার্জির ‘খেলা হবে’ স্লোগানকে নাটকীয়ভাবে আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আজ বাঁকুড়াতে এক জনসভায় মোদি বলেন, ‘তৃণমূলকর্মীরা আমার মাথার ওপরে দিদির পায়ের ছবি আঁকছেন। আমি দেশের জন্য নিজের মাথা উৎসর্গ করেছি। দিদি, দরকারে আমার মাথায় লাথি মারুন, বাংলার উন্নয়নকে আটকাতে দেব না।নিজের ৪০ মিনিটের বক্তব্যে মাঝে মাঝেই নাটকীয়ভাবে প্রধানমন্ত্রী বিভিন্ন সুরে দিদি দিদি বলে উঠছিলেন, আজ শ্রোতাদের মধ্যে তা অভূতপূর্ব সাড়া ফেলছিল।

বিভিন্ন জনসভায় মমতা বারবার বলছেন এবার ‘খেলা হবে’। গতকাল এক সভায় তিনি বলেছেন- এক পায়ে এমন শট মারবেন যে সবাই মাঠের বাইরে চলে যাবে। সেই ‘খেলা হবে’ স্লোগান তৃণমূলের নেতা-সমর্থকদের উৎসাহ বাড়িয়েছে।আজ সেই খেলা হবে’ স্লোগানকে আক্রমণ করেন মোদি আর মমতার দিকে ছুড়ে দেন শ্লেষ এবং ব্যঙ্গ। ‘গত ১০ বছরে দিদি রাজ্যবাসীর সঙ্গে খেলে, আপনার মন ভরেনি? এখনও বলছেন খেলা হবে? এ বার খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে’ বলেন মোদি। ‘দিদি, বাংলার মানুষের স্বপ্নে লাথি মারতে দেব না। দিদি, আপনার দুর্নীতির খেলা আর চলবে না’।

তিনি আরো বলেন, ‘শনিবারই খড়্গপুরে সভা করেছিলেন মোদী। তার ২৪ ঘণ্টার মধ্যে ফের রাজ্য সফরে মোদি। তার আগে বুধবার পুরুলিয়ায় সভা করেন তিনি। সেই অর্থে ৫ দিনে মোদীর তৃতীয় সভা রাজ্যে। রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ আগামী ২৭ মার্চ। তার আগে শেষ রবিবার কাজে লাগাতে প্রচারে ঝাঁপালেন ভারতের প্রধানমন্ত্রী।

About The Author


Spread the love