শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের টেস্ট সিরিজের সময় আইপিএল খেলার জন্য ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনার মুখে পড়েন সাকিব আল হাসান। গত রাতে সাকিব একটি ক্রিকেট ওয়েবসাইটের ফেসবুক লাইভে এসে পাল্টা দাবি জানান।
সাকিব নাকি টেস্ট খেলতে না চাওয়ার কথা বিসিবিকে বলেননি। বিসিবিকে দেওয়া সাকিবের ছুটির চিঠিও নাকি বিসিবি ঠিকমতো পড়েইনি।বিসিবিও পাল্টা জবাব দিতে দেরি করেনি। এখন যা সম্ভাবনা, তাতে সাকিবের আইপিএল খেলার অনাপত্তিপত্রই না আবার ধরে রাখে বিসিবি! বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কথায় সেই ইঙ্গিতই পাওয়া গেল।
কাল সাকিবের সাক্ষাৎকারের পর থেকেই বাংলাদেশের ক্রিকেট অঙ্গন উত্তাল। সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই সাকিবকে ঘিরে বিতর্ক। আজ সন্ধ্যায় সাকিবের এ ঘটনা নিয়ে আলোচনা করতে বিসিবির বেশ কয়েকজন পরিচালক বোর্ড প্রধান নাজমুল হাসানের বাসায় জড়ো হন।
More Stories
হারলে সিরিজ হাতছাড়া
প্রথম নারী রেফারি ফুটবলে
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ