চা পান না করে উদ্ধৃত অর্থ দিয়ে প্রতিবন্ধীদের হুইলচেয়ার দিলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ চেয়ার দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম, পাগলা থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান, লংগাইর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন সরদার, ইউপি সদস্য রেহনুমা তারামুন দিতি।
এছাড়াও স্বাবলম্বীকরণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে এলজিএসপি-৩ অর্থায়নে ১০ জন কর্মজীবী নারীর মাঝে নগদ অর্থ ও সেলাইমেশিন বিতরণ করা হয়।
More Stories
২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
মৃত্যু বেড়ে ১০৭ দেশে বন্যায়