23/12/2024

SkbTv Channel Bangla News

বিশেষ গান অর্ণবের

Spread the love

ব্যতিক্রমধর্মী নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ। এবার সে তালিকায় যুক্ত হলো স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জনপ্রিয় সংগীত শিল্পী অর্ণবের গাওয়া বিশেষ গান।হ্যাপি ফিফটি বাংলাদেশ’ শিরোনামে গানটি লিখেছেন মেহেদি আনসারি ও সুর করেছেন অর্ণব নিজেই। গানটির সঙ্গে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিও।অর্ণব এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের আনন্দ বিশ্বের সঙ্গে ভাগাভাগি করতে কোকা-কোলার এই উদ্যোগে আমি আনন্দিত। আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানানো সারাবিশ্বের শুভানুধ্যায়ীদের অসংখ্য ধন্যবাদ।

এ দেশের খুব কম শ্রোতাই পাওয়া যাবে যারা অর্ণবের গান শোনেনি। অর্ণবের নতুন এই গান ও মিউজিক ভিডিওটিতে বাংলাদেশের প্রতি দেশের মানুষের অগাধ ভালোবাসা ফুটিয়ে তুলেছে কোকা-কোলা।অর্ণবের প্রথম অ্যালবাম ‘চাইনা ভাবিস’ প্রকাশ পায় ২০০৫ সালে। সেই অ্যালবামের ‘হারিয়ে গিয়েছি’, ‘সে যে বসে আছে’ গান দুটি তুমুল জনপ্রিয়তা পায়। এছাড়া মনপুরা, আহা ও আয়নাবাজি সিনেমায় অর্ণবের গাওয়া গানগুলোও শ্রোতাপ্রিয় হয়েছে।

About The Author


Spread the love