24/12/2024

SkbTv Channel Bangla News

এক ছবিতেই শাহরুখের পারিশ্রমিক ১১৭ কোটি টাকা

Spread the love

বলিউডের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়লেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘জিরো’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার তিন বছর পর বিরতি ভেঙে ফিরছেন শাহরুখ। তবে লোকে বলছে, শাহরুখ ফিরছেন শাহরুখের মতোই। ১২০টি চিত্রনাট্য থেকে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’কে বেছে নিয়েছিলেন শাহরুখ।

কেন ‘পাঠান’? এর অনেকগুলো উত্তরের ভেতর একটি সামনে এসেছে। এই ছবির জন্য শাহরুখ পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ১১৭ কোটি টাকার সমান। এর আগে কোনো বলিউড তারকা একটা ছবিতে এ পরিমাণ পারিশ্রমিক নেননি। তবে শাহরুখ সাধারণত সিনেমার লভ্যাংশের ২৫ শতাংশ নিয়ে থাকেন। যশ রাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় তিনি কোনো লভ্যাংশ নেবেন না। নিজের চুক্তিনামা থেকে এই ধারা বাদ দিয়েছেন শাহরুখ।
কেবল শাহরুখ নন, এ সিনেমার পারিশ্রমিক নিয়ে দীপিকাও জানান দিয়েছেন, তিনিও কম যান না। এ সিনেমায় দীপিকার পারিশ্রমিক ১৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ১৭ কোটি ৫১ লাখ টাকা, যা বলিউডের বড় পর্দার কোনো নায়িকার জন্য রেকর্ড। এ ছবিতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করবেন জন আব্রাহাম।
এ ছবিতেই জন আর শাহরুখকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে। ‘খলনায়ক’ জন এ ছবির জন্য নেবেন ২০ কোটি রুপি বা ২৩ কোটি ৩৪ লাখ টাকা। বড় পর্দার ‘টাইগার’ চরিত্রে দেখা দেবেন সালমান খান। আবার ‘টাইগার থ্রি’তেও দেখা যাবে শাহরুখকে ‘পাঠান’ হিসেবেই। দুটিই গোয়েন্দাভিত্তিক ছবি। ‘পাঠান’ আর ‘টাইগার’ দুজনেই গোয়েন্দা। দুজনেই দেখা দেবেন দুজনের সিনেমায়।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবির শুটিং চলছে মুম্বাইয়ের আন্ধেরিতে। প্রথম দুই মাস কেবল শাহরুখ খানের অংশেরই শুটিং হয়েছে। এরপর যোগ দিয়েছেন দীপিকা ও জন। চলছে দ্বিতীয় ভাগের শুটিং। সিদ্ধার্থের আগের সিনেমা ‘ওয়ার’–এর মতো ‘পাঠান’ও হবে অ্যাকশন-ড্রামা ধাঁচের সিনেমা। সিনেমার মিউজিক করেছেন বিশাল দাদলানি।

About The Author


Spread the love