24/12/2024

SkbTv Channel Bangla News

একাত্তরের কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ চলে গেলেন

Spread the love

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর রাতে চিরবিদায় নিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছররাজধানীর পোগোজ স্কুল প্রাঙ্গণে ২৭ মার্চ (শনিবার) বেলা ১১টায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

১২ মার্চ বাংলাদেশ টেলিভিশনের একটি আয়োজনে অংশ নিয়েছিলেন তিনি। ১৪ মার্চ তার করোনা ভাইরাস শনাক্ত হয়। ১৬ মার্চ থেকে পপুলার হাসপাতালের এইচডিওতে চিকিৎসাধীন ছিলেন।

১৪ বছর বয়সে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে প্রথম নারী শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন করেছেন নমিতা ঘোষ। তার মা জসোদা ঘোষ রেডিওতে নিয়মিত গান করতেন।২৫ মার্চ ঢাকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরু হয়। ২৭ মার্চ বুড়িগঙ্গা পেরিয়ে কেরাণীগঞ্জ হয়ে কুমিল্লা দিয়ে আখাউড়া সীমান্ত পার হয় নমিতার পরিবার। সেখানে নরসিঙ্গরে শিল্পী আব্দুল জব্বার ও আপেল মাহমুদের সঙ্গে দেখা হয় নমিতার। তখন সেখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে গিয়ে গান গেয়ে অনুপ্রেরণা দেওয়ার পরিকল্পনা চলছিল। আগরতলায় থাকতেই মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্রের কাজে যুক্ত হন নমিতা। পরে সেই প্রামাণ্যচিত্র যুদ্ধের সময় ভারতের বিভিন্ন সিনেমা হলে দেখানো হয়।

About The Author


Spread the love