আগামীকাল সোমবার সারা দেশে দোয়া ও শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালনের নতুন কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রবিবার বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, আগামীকাল সোমবার শহীদ ও আহতদের জন্য সারা দেশব্যাপী দোয়া অনুষ্ঠিত হবে এবং আগামী শুক্রবার (২ এপ্রিল) সারা দেশে বিক্ষোভ সমাবেশ করা হবে।
মামুনুল হক বলেন, এ ছাড়া যদি আহতদের চিকিৎসা ও শহীদদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা না করা হয় এবং হয়রানিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে বসে আলোচনা করে কয়েক দিনের মধ্যে কঠোর কর্মসূচি আমরা দেব।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের ওপর হামলা, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে হত্যার প্রতিবাদে আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে হেফাজতে ইসলাম।
More Stories
২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
মৃত্যু বেড়ে ১০৭ দেশে বন্যায়