বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি নাশকতার ষড়যন্ত্র করেছিলেন বলে র্যাবের দাবি।
ঢাকার রায়েরবাজারের বাসা থেকে আজ রোববার দুপুরের পর নিপুণ রায়কে গ্রেপ্তার করা হয় বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, পুলিশের কয়েকজন সদস্য বেলা সাড়ে তিনটায় বাসায় এসে নিপুণ রায়কে আটক করে নিয়ে যায় বলে তাঁর বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী জানান।
তখন যোগাযোগ করা হলে পুলিশ কর্মকর্তারা নিপুণ রায়কে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য না থাকার কথা জানান। সন্ধ্যায় র্যাব তাঁকে গ্রেপ্তারের কথা স্বীকার করে। নিপুণের সঙ্গে আরমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তবে তাঁর বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
র্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে’ অবস্থান নিশ্চিত হয়ে আজ সকাল নয়টায় আরমানকে তাঁরা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেন। এরপর তাঁর জবানবন্দি অনুযায়ী নিপুণ রায়কে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
More Stories
২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
মৃত্যু বেড়ে ১০৭ দেশে বন্যায়