এপ্রিলে দুই টেস্টের সিরিজে অংশ নিতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফর থেকে ছুটি নিয়ে ভারতে আইপিএল খেলতে চলে গেলেন সাকিব আল হাসান।
তিনি আরও বলেন, শ্রীলংকা সাম্প্রতিক সময়ে খুব ভালো খেলছে, আর ওরা খেলেই যাচ্ছে। যেটা আমরা করছি না। মানুষকে দেখানোর জন্য জিম্বাবুয়ের বিপক্ষে আমরা খেলেছি। জিম্বাবুয়ে তো কোনো টিম না! জিম্বাবুয়ে এমন একটা টিম যে টিমের সঙ্গে আমাদের এ টিমও জিতবে।
হীরা বলেন, সাকিব বলতে চাচ্ছে- আমি দীর্ঘদিন আইপিএল খেলে আসছি। যেটা বিশ্বের হাইকোয়ালিটির টুর্নামেন্ট, এখানে বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা খেলেন। আমি তাদের সঙ্গে খেলে বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে চাই। তাছাড়া বিভিন্ন উইকেটে আইপিএল খেলা হয়, বিভিন্ন উইকেটে খেলে সে বিশ্বকাপের প্রস্তুতি সারতে পারবে। এটা আমাদের জন্য ভালো। বছরের শেষদিকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা সাকিবের সেরা পারফরম্যান্স পাব।
More Stories
হারলে সিরিজ হাতছাড়া
প্রথম নারী রেফারি ফুটবলে
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ