যুক্তরাজ্যের লন্ডনে গত রোববার করোনাভাইরাসে সংক্রমিত কোনো রোগীর মৃত্যু হয়নি। প্রায় সাড়ে ছয় মাস পর এই প্রথম করোনায় মৃত্যুহীন একটি দিন পেরোল শহরটি।
দেশটির পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) পরিসংখ্যানের বরাত দিয়ে সিএনএন বলেছে, করোনা মহামারি শুরুর পর গত ১৪ সেপ্টেম্বর কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। এরপর গত রোববার মৃত্যুহীন দিন পেল লন্ডন। তবে ওই দিনে পুরো দেশে করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের বৈশ্বিক পরিসংখ্যান হালনাগাদকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৩ লাখ ৩৭ হাজার ৬৯৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬১৫ জন।এমনিতে সাপ্তাহিক ছুটির (রোববার) পরদিন করোনা তথ্যের পরিসংখ্যান জানাতে দেরি করে কর্তৃপক্ষ। সাধারণত সে জন্যই সোমবারের পরিসংখ্যানে মৃতের সংখ্যা কম থাকে। কিন্তু আশার কথা হচ্ছে, যুক্তরাজ্যে করোনার সাম্প্রতিক পরিস্থিতি ইতিবাচক। সেখানে গত জানুয়ারিতেও প্রতিদিন দুই শতাধিক করোনা রোগীর মৃত্যু হতো।যুক্তরাজ্যে গতকাল সোমবার থেকে ঘরে থাকার নির্দেশনা শিথিল করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া কোভিডের অন্যান্য নিষেধাজ্ঞায়ও শিথিলতা আনা হয়েছে। দেশটিতে এখন টেনিস কোর্ট, সুইমিং পুল ও গলফের মতো আউটডোর খেলাধুলায় নিষেধাজ্ঞা নেই। বিয়ের অনুষ্ঠানের বিষয়ে তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ। তবে সর্বোচ্চ ৬ জন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস শিগগিরই দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩