পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।
তবে অভিনেত্রীর ভাষ্য, এখনই রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা তার নেই।
আনন্দবাজার জানিয়েছে, বুধবার ব্যারাকপুরে মনোনয়ন জমা দিতে যান তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। সঙ্গে ছিলেন স্ত্রী শুভশ্রীও। খড়দার শ্যামমন্দিরে দুজনে একসঙ্গে পূজা দেন।
তারপর টিটাগড়ের টাটা গেট থেকে ব্যারাকপুর মহকুমা শাসকের দফতর পর্যন্ত দলীয় কর্মীদের সঙ্গে হেঁটে যান তারা। সেই ছবি রাজ চক্রবর্তী নিজের নেটমাধ্যমে প্রকাশ করেন।
এই হাঁটার মাঝেই শুভশ্রী সংবাদমাধ্যমের কাছে বলেন, দিদির (মমতা) কোনো বিকল্প নেই।
এরপর থেকেই জল্পনা উস্কে ওঠে, তা হলে কি রাজের পর শুভশ্রীও সরাসরি তৃণমূলে যোগ দিচ্ছেন?
তবে অভিনেত্রী বলেন, ‘অনেক দিন ধরেই মমতাকে পছন্দ করি। যদি কোনো দিন রাজনীতিতে আসতাম, তা হলে দিদির দলেই যোগ দিতাম।’
শুভশ্রী আরও বলেন, ‘এখনই সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
More Stories
বাংলাদেশে আসছে শাহরুখের ( পাঠান )
বন্যার্তদের পাশে আমির খান আসামে
অশ্লীল মেসেজ করতেন পিকে! ব্রাজিলিয়ান মডেলকে