26/12/2024

SkbTv Channel Bangla News

শ্বশুরবাড়িতে জামাই খুন

Spread the love

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ভাটাপোড়া গ্রামে জামাইকে খুনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (৭ এপ্রিল)রাত নয়টার সময় এই ঘটনা ঘটে।

নিহত ইবনে মিজান মুকুল(৫০) রানীশংকৈল পৌর শহরের উত্তর ভান্ডারা মহল্লার মৃত বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলিরছেলে।

এলাকাবাসি ও অভিযোগ সূত্রে জানা যায়, মুকুল তার স্ত্রী রীনা বেগমকে নিয়ে গত ৭ এপ্রিল বুধবার রাতে ভাটাপোড়া গ্রামে শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় তার শ্বশুর ও শ্যালকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষে হাতাহাতিতে মুকুল গুরুতর অসুস্থ হয়েপড়ে। শ্বশুরবাড়ির লোকজন তাকে রাত ১০ টার দিকে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে ডাক্তার এ এম হেলাল কবীর বলেন, হাসপাতালে আনার আগেই মুকুলের মৃত্যু হয়েছে।পরের দিন ৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে মুকুলের মৃত্যুর সংবাদ জানিয়ে মাইকিং করা হয়। কিন্তু মুকুলের ভাই মামুন ও চাচা লতিফ মুকুলকে হত্যার অভিযোগ করে পুলিশকে বিষয়টি জানানো হয়।এ ব্যাপারে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, আমরা গতকালই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতের পরিবারের পক্ষে অভিযোগ পেয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এখন মামলার প্রস্তুতি চলছে।এদিকে এ ঘটনার পর মৃত্যু মকুলের শ্বশুর আমিনুলসহ তার পরিবারের লোকের বাড়ি ছেড়ে পালিয়েছে।

About The Author


Spread the love