কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সানোয়ার হোসেনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে অধ্যক্ষকে নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে কলেজ অধ্যক্ষকে।চিঠিতে বলা হয়, ইংরেজি বিভাগের শিক্ষক সানোয়ার হোসেনের দ্বারা যে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষক সানোয়ার হোসেন তার ছাত্রের মায়ের সঙ্গে অসৌজন্যমূলক ও অশালীন আচরণ করেন। এক পর্যায়ে তার মা এবং বোনকে কুপিয়ে আহত করেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আঃ রাজ্জাক রাজার সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
More Stories
পথশিশুদের মাঝে খাবার বিতরন
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ২০২২
ভোট দিতে পারলেন না ২ শতাধিক নারী সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও