করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লালনগীতি শিল্পী ফরিদা পারভীন। গত বৃহস্পতিবার তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।লালনকন্যা ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর জানান, ‘কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন আম্মা। গত ৭ এপ্রিল তার করোনা টেস্ট করা হয়। ৮ এপ্রিল পজিটিভ রিপোর্ট পাই। বর্তমানে ডাক্তারের পরামর্শ নিয়ে বাসায় তার চিকিৎসা চলছে।’
নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানে ক্যারিয়ার শুরুর পর লালনসংগীতে মনোনিবেশের পর শ্রোতাদের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা পান ফরিদা পারভীন। বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
More Stories
বাংলাদেশে আসছে শাহরুখের ( পাঠান )
বন্যার্তদের পাশে আমির খান আসামে
অশ্লীল মেসেজ করতেন পিকে! ব্রাজিলিয়ান মডেলকে