25/12/2024

SkbTv Channel Bangla News

ফরিদা পারভীন করোনায় আক্রান্ত

Spread the love

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লালনগীতি শিল্পী ফরিদা পারভীন। গত বৃহস্পতিবার তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।লালনকন্যা ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর জানান, ‘কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন আম্মা। গত ৭ এপ্রিল তার করোনা টেস্ট করা হয়। ৮ এপ্রিল পজিটিভ রিপোর্ট পাই। বর্তমানে ডাক্তারের পরামর্শ নিয়ে বাসায় তার চিকিৎসা চলছে।’

নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানে ক্যারিয়ার শুরুর পর লালনসংগীতে মনোনিবেশের পর শ্রোতাদের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা পান ফরিদা পারভীন। বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

About The Author


Spread the love