প্রথম ওভারের প্রথম বলেই সানরাইজার্স হায়দরাবাদের রিধিমান সাহাকে সাজঘরে ফেরালেন সাকিব আল হাসান। প্রথম ওভারে মাত্র এক রান দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। অনেক জল্পনা-কল্পনা শেষে সাকিব আল হাসানকে একাদশে রেখেই দল সাজিয়েছে শাহরুখ খানের দল। আবারো নিজের যোগ্যতা প্রমাণ করলেন তিনি।সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ১৮৭ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ রান করে নিতিশ রানা। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রাহুল ত্রিপাঠি।
২০১১ সালে প্রথমবারের মতো আইপিএল খেলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। কেকেআরের হয়ে এরপর টানা ছয় মৌসুম খেলেছেন। এর মাঝে দুই মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করেন। কিন্তু ২০১৭ সালে তাকে ছেড়ে দেয় কলকাতা। পরবর্তী দুই মৌসুম খেলেছেন সানরাইজার্স হায়াদারাবাদের হয়ে। আর সর্বশেষ আসরে আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। তবে এ আসরে তাকে আবারও দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
More Stories
হারলে সিরিজ হাতছাড়া
প্রথম নারী রেফারি ফুটবলে
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ