01/10/2024

SkbTv Channel Bangla News

১৪ হাজার প্রাণ মাস্ক পরা-না পরার উপর নির্ভর করছে

Spread the love

করোনা আতঙ্কে পুরো বিশ্ব। আমেরিকাতে জোর গতিতে চলছে টিকাকরণ। ঠিক এমন সময় ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ‘ইন্সটিটিউট ফর হেল্‌থ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনস’ জানিয়েছে, আগামী চার মাসে মাস্ক পরা-না পরার উপর নির্ভর করছে অন্তত ১৪ হাজার প্রাণ।

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে তাদের তৈরি নতুন মডেলে দাবি করা হয়েছে, আগামী ১ আগস্টের মধ্যে আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াবে কমপক্ষে ৬ লক্ষ ১৮ হাজার ৫২৩। যদি ৯৫ শতাংশ বাসিন্দা মাস্ক পরেন, সে ক্ষেত্রে প্রাণহানি কমে হবে ৬ লক্ষ ৪ হাজার ৪১৩ জন।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ব্রিটেনের বি১১৭-এর মতো করোনার নতুন ধরণ ছড়িয়ে পড়ছে আমেরিকাতেও। এর সংক্রমণ ও মারণ ক্ষমতা, দুই-ই বেশি। বিশেষজ্ঞদের অনেকের কথায়, ‘‘মনে করুন এটা একটা নতুন ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই একই সতর্কবার্তা দেওয়া হয়েছে ব্রিটেনকে। টিকা নিলেও মাস্ক আবশ্যক।

এদিকে টিকাকরণের পরে যদি সবাই মাস্কহীন পুরোনা জীবনে ফিরে যান, সে ক্ষেত্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬ লক্ষ ৯৭ হাজার ৫৭৩। অর্থাৎ আগামী চার মাসে আরও ১ লক্ষের বেশি মৃত্যু হবে। বর্তমানে আমেরিকায় মৃতের সংখ্যা ৫ লক্ষ ৭৪ হাজার ৮৪০।

প্রকাশিত রিপোর্টে আরও জানানো হয় টিকা ১০০ শতাংশ কার্যকরী নয়। তাই মাস্ক পরতে হবে। কোথাও ভিড় করা যাবে না। দূরত্ববিধি মানতে হবে। তিনি বলেন, ‘‘আমার টিকা নেওয়া হয়ে গেলেও আমি কোনও ভিড়ে যাব না। বিশেষ করে যেখানে মাস্ক না-পরা লোকজনের ভিড়।

About The Author


Spread the love