24/12/2024

SkbTv Channel Bangla News

নমুনা দিলেন মুমিনুলরা কলম্বো পৌঁছেই করোনার

Spread the love

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে বাংলাদেশ ছাড়ে তামিম ইমবাল, মুমিনুল হকরা।

ভাড়া করা বিশেষ বিমানে করে দেশ ছাড়ে টাইগাররা। এরই মধ্যে শ্রীলঙ্কার কলম্বোয় পৌঁছে গেছে পুরো দল। সেখানে কোয়ারেন্টাইনের আগে প্রথম করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন সফরকারীরা।আন্তর্জাতিক ক্রিকেটে ধুঁকতে থাকা সময়টাকে পেছনে ফেলার আরেকটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হারের বৃত্ত ভেঙে জয়ে ফেরার সুযোগ মিলছে শ্রীলঙ্কা সফরে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে গতকাল দুপুরে চার্টার্ড ফ্লাইটে দেশ ছেড়েছে বাংলাদেশ টেস্ট দল। তিন ঘণ্টার ফ্লাইট শেষে বিকেলেই কলম্বো পৌঁছে গেছে ৪১ জনের বহর।

মাঠের ক্রিকেটে নাজুক অবস্থানের কারণেই শ্রীলঙ্কা সফরে হাঁক-ডাক নেই বাংলাদেশের ক্রিকেটারদের কন্ঠে। দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের বিরুদ্ধে লড়াইয়ের আশাবাদ ব্যক্ত করে গতকাল দেশ ছেড়েছেন টিম লিডার ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। জয়ের জন্য সেরা ক্রিকেট খেলতে হবে মুমিনুলদের। সুজনের বিশ্বাস, জেতার সামর্থ্য আছে বাংলাদেশ দলের।

About The Author


Spread the love