24/12/2024

SkbTv Channel Bangla News

আলো ছড়ালেন সাকিব মুম্বাইয়ের বিপক্ষে

Spread the love

কলকাতার জার্সি গায়ে পঞ্চাশতম ম্যাচে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে ৪ ওভার বোল করে ২৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি। সাকিবের কিপটে বোলিংয়ে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চম ম্যাচ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগান।

মাঠে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই সাকিবের হাতে বল তোলে দেন অধিনায়ক। যার সুফলও এনে দেন সাকিব। প্রথম ওভারে দেন মাত্র ৪ রান। তিন ওভারে মাত্র ১৬ রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাকিব। তবে চতুর্থ ওভারেই সাফল্য পান সাকিব। অর্ধশতক করা সূর্যকুমার আকাশে বল তুলে দিলে ক্যাচে পরিণত হন তিনি। চার ওভারে সাকিবের বোলিং ৪-০-২৩-১.

ব। তবে চতুর্থ ওভারেই সাফল্য পান সাকিব। অর্ধশতক করা সূর্যকুমার আকাশে বল তুলে দিলে ক্যাচে পরিণত হন তিনি। চার ওভারে সাকিবের বোলিং ৪-০-২৩-১.

এরআগে, কলকাতার হয়ে নিজের পঞ্চশতম ম্যাচে মাঠে নামার আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ‘বিশেষ ক্যাপ’ তুলে দিয়েছেন কেকেআরের কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

আইপিএলে সাকিব আল হাসানের অভিষেক হয় ২০১১ সালে। শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি। মাঝে দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেন তিনি। আইপিএলের গত মৌসুমে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি তিনি।

এবার আবারও কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফিরেছেন এই তারকা অলরাউন্ডার। প্রথম ম্যাচে হায়দারাবাদের পর দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও দলটির একাদশে আছেন সাকিব। আর এই ম্যাচ দিয়েই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এবারের আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। নিজের প্রাক্তন দল হায়দরাবাদের বিপক্ষে ৫টি বল খেলার সুযোগ পেয়ে কেবল ৩ রান করেন সাকিব। তবে বল হাতে দারুণ করেছিলেন। এক বছর বিরতি দিয়ে আইপিএলে প্রত্যাবর্তনের প্রথম বলেই উইকেট পান তিনি। বোল্ড করেছিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে। ৪ ওভার বোলিং করে ৩৪ রান খরচায় নেন একটি উইকেট।

 

About The Author


Spread the love