23/12/2024

SkbTv Channel Bangla News

পাগলা রাজা বাসর ঘরে নিশো-মেহজাবিন!

Spread the love

ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। একসঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু দর্শকপ্রিয় নাটক। আবারো একটি নাটকে অভিনয় করেছেন তারা। আসন্ন ঈদ উপলক্ষে ‘পাগলা রাজা বাসর ঘরে’ নাটকে অভিনয় করেছেন এই দুই তারকা। সাজ্জাদ স্বপনের রচনায় এ নাটকটি অভিনয় করেছেন মাহমুদুর রহমান হিমি। আরফান নিশো, মেহজাবিন অভিনীত এই নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ০৯:৩৫ মিনিটে।এছাড়া ৮ দিনব্যাপি অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে সম্পূর্ণ নতুন ১৫টি নাটক। নাটকগুলোর সম্প্রচার শুরু হবে ঈদের আগের দিন থেকে।

ঈদের দিন : নাটক ‘শহরের শেষ বাড়ি’। মূলগল্প. রাবেয়া খাতুন। চিত্রনাট্য মাসুম শারিয়ার ও পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে জুনায়েদ বাগদাদী, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ। ঈদের আগের দিন রাত ৭.৫০ মিনিটে দেখানো হবে রেজানুর রহমানের নাটক ‘বাঁশিওয়ালা’। এতে অভিনয় করেছে সুমনা সোমা, নাদিয়া আহমেদ, রহমান জর্জ, শাহাদাত হোসেন প্রমুখ। সাথে থাকছে আফজাল হোসেন নির্মিত ফরিদুর রেজা সাগরের ৮ পর্বের ‘কক্সবাজারে কাকাতুয়া’র পুনঃপ্রচার। পুনঃপ্রচার শুরু হবে ঈদের দ্বিতীয় দিন থেকে। শেষ হবে ঈদের সপ্তম দিন। দেখানো হবে প্রতিদিন সন্ধ্যা ৬.২০ মিনিটে

।ঈদের ২য় দিন : কমেডি নাটক ‘বায়ুচড়া’ প্রচার হবে রাত ০৭:৪০ মিনিটে। রচনা বৃন্দাবন দাস ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রাণ রায়, সালাহউদ্দিন লাভলু প্রমুখ। নাটক ‘রক্তের ঋণ’। অপূর্ব, মেহজাবিন অভিনীত নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান ও পরিচালনায় মাহমুদুর রহমান হিমি। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।

 

ঈদের ৩য় দিন : নাটক ‘সীমার’ রচনায় জুলেয় এলিন ও পরিচালনা করেছেন আর এ আকাশ। অভিনয়ে মোশারফ করিম, তাসনোভা তিশা, মুনিরা মিঠু প্রমুখ। দেখানো হবে রাত ০৭:৪০ মিনিটে। নাটক ‘তাকে ভালোবাসা বলে’। রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে তানজিন তিশা, আরফান নিশো প্রমুখ। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।

ঈদের ৪র্থ দিন : নাটক ‘আফ্রিকান বউ’ রচনা জিয়াউদ্দিন রাজু, পরিচালনায় এম আই জুয়েল। তানজিন তিশা, জোভান অভিনীত নাটকটি দেখানো হবে প্রচার হবে রাত ০৭:৪৫ মিনিটে। নাটক ‘অকাজের কাজি’ রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। অভিনয়ে সাফা কবির, তওসিফ অভিনীত নাটকটি প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।

ঈদের ৫ম দিন : নাটক ‘টালটি বালটি’ রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এ নাটকে অভিনয় করেছেন সানজানা রিয়া, মিশু সাব্বির প্রমুখ। রাত ০৭:৪৫ মিনিটে। নাটক ‘থ্রি স্টুজেস’। রচনা গোলাম সারোয়ার অনিক ও পরিচালনায় নাসির উদ্দিন মাসুদ। অভিনয়ে মারজুক রাসেল, আইরিন, চাষী আলম প্রমুখ। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।ঈদের ৬ষ্ঠ দিন : ‘চুম্বক’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। অভিনয়ে কেয়া পায়েল, মুশফিক ফারহান প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৪০ মিনিটে। ‘মিচকা শয়তান’ রচনা ও পরিচালনা করেছেন মিফতা আনান, অভিনয়ে তওসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।

ঈদের ৭ম দিন : ‘এক দানে বড়লোক’ নাটকটি রচনা করেছেন রাসেল আযম ও পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে তরসিফ, সাফা কবির প্রমুখ। দেখানো হবে রাত ০৭:৪০ মিনিটে। ওদিন রাত ৯.৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘মারচক্কর’। ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মুশফিক ফারহান, মুনিরা মিঠু প্রমুখ

About The Author


Spread the love